চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শুরু

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১১, ২০২৩ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩১ অপরাহ্ণ

চুয়েটে প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্ববধানে ও শারীরিক শিক্ষা শাখার সহযোগিতায় “আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২২” শুরু হয়েছে।

আজ ১১ই জানুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৩াটয় উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টসহ চুয়েট পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় শেখ রাসেল হল এবং শহিদ তারেক হুদা হল মুখোমুখি হয়। খেলায় অংশগ্রহণকারী ৫টি দলের বাকি দলগুলো হলো- ডি. কিউ. কে. হল, বঙ্গবন্ধু হল ও শহিদ মোহাম্মদ শাহ হল।

সূত্র : বিজ্ঞপ্তি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G