চুয়েট শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ৫:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি

চুয়েট৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে অবস্থান ধর্মঘট ও মানব বন্ধন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি।

এ সময় তারা বেতন বৈষম্য ও পদমর্যাদা রক্ষার জন্য যে সকল অসঙ্গতি রয়েছে তা দূরীকরণেও দাবি জানান ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে এ অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কতৃক পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষকরা বলেন, বিগত প্রায় ৮ মাসের অধিক সময় ধরে অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য ও মর্যাদা রক্ষার জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে সমন্বয় রেখে যোগ্য দাবী আদায়ের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এসেছে।

উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে ধৈর্য্যের সাথে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা সত্বেও বিশ্ববিদ্যায়ের শিক্ষকদের ন্যায্য দাবীসমূহ গত ১৫ইং ডিসেম্বর ২০১৫ ইং তারিখে প্রকাশিত ৮ম বেতন স্কেলে প্রতিফলিত হয়নি।

গত ০২ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে যার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাত্বতা প্রকাশ করছে। এ পরিপ্রেক্ষিতে চুয়েট শিক্ষক সমিতি কর্তৃক কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G