চুয়েট স্টাফ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ
চুয়েট প্রতিনিধি :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের ২০২৩-২৪ কার্যকরী কমিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২রা জানুয়ারি সোমবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বিশ^জিৎ ভট্টাচার্য। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, একাডেমিক শাখার সেকশন অফিসার জনাব মো. রুবেল মাহমুদ, ইইই বিভাগের সিনিয়র টেকনিশিয়ান জনাব মো. ফজলুল হক এবং নির্বাচন কমিশন সচিব কম্পট্রোলার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মো. মেহেদী হাসান শাহ্কে সম্মাননা প্রদান করা হয়।