চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৬ সময়ঃ ৯:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

5ryyryভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার এ তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস. এম. আসাদুজ্জামান জানান, সারাদেশে হালনাগাদ ও ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে রবিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এবছর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটির বেশি।

এর আগে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তখন খসড়া নতুন ভোটার ছিল ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন । ভোটার তালিকায় পুরুষ অন্তর্ভুক্ত হয়েছিল ২২ লাখ ৯৭ হাজার ৯৫জন আর মহিলা ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছিল ২০ লাখ ৫৭ হাজার ৯৯ জন। তাছাড়া ভোটার তালিকায় ভোটার কর্তন করা হয়েছিল ৭ লাখ ৩৫ হাজার ৮শ ৭১ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৮৫ হাজার ৭শ ৯৯ জন এবং মহিলা ২ লাখ ৫ হাজার ৭২ জন।

বিদ্যমান তালিকায় ভোটার রয়েছেন ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। আর হালনাগাদে ভোটার হয়েছেন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন। সব মিলিয়ে খসড়া অনুযায়ী নতুনে বছরে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১০ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৫৮৯ জন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G