ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ফাইনালে উঠেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৭ রান তোলে মুম্বাই। ওপেনিংয়ে নামা লেন্ডন সিমন্স দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন। ৫১ বলের ইনিংসে সিমন্স তিনটি চারের পাশাপাশি পাঁচটি ছক্কা হাঁকান। সিমন্সের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা।
তবে মাত্র ১৭ বলে পোলার্ডের ৪১ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত দুইশ’ রানের কাছাকাছি যায় মুম্বাইয়ের সংগ্রহ। পোলার্ডের ঝড়ো ইনিংসটি ৫টি ছক্কা ও একটি চার সমৃদ্ধ। চেন্নাইয়ের পক্ষে ডোয়াইন ব্র্যাভো ৪০ রানে নেন ৩ উইকেট।
অপরদিকে, ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। প্রথম ওভারেই মালিঙ্গার বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেন ডোয়াইন স্মিথ। আরেক ওপেনার মাইকেল হাসি করেন ১৬ রান। তবে, তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ডু প্লেসিস ৩৪ বলে ৫টি চার আর একটি ছয়ে করেন ৪৫ রান।
ড্যারেন ব্রাভো করেন ১৫ বলে ২০ রান। আর ১০ বলে ১৯ রান করেন রবীন্দ্র জাদেজা। শেষ দিকে ১২ বলে ২৩ রান করে কিছুটা ব্যবধান কমান রবিচন্দ্রন অশ্বিন। এক ওভার বাকি থাকতেই ১৬২ রানে গুটিয়ে যায় চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মালিঙ্গা। এছাড়া দুটি করে উইকেট নেন হরভজন সিং ও বিনয় কুমার।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮৭/৬, ২০ ওভার (সিমন্স ৬৫, পোলার্ড ৪১, প্যাটেল ৩৫, শর্মা ১৯, রাইডু ১০; ব্র্যাভো ৩/৪০, জাদেজা ১/১৮, নেহরা ১/২৮)।
চেন্নাই সুপার কিংস: ১৬২/১০, ১৯ ওভার (ডু প্লেসিস ৪৫, রায়না ২৫, অশ্বিন ২৩, ব্র্যাভো ২০. নেগি ১৯; মালিঙ্গা ৩/২৩, বিনয় কুমার ২/২৬, হরভজন ২/২৬)।