চেয়ারে বসে নামাজ হবে নাঃ ই ফা

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৯:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

islamic foundationচেয়ারে বসে ফরজ, ওয়াজিব এবং মুয়াক্কাদা নামাজ আদায়ের কোন বৈধতা নেই বলে ফতোয়া জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি জানান, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কান্দালিয়া গ্রামের সারোয়ার হোসাইনের এক আবেদনের পরিপ্রেক্ষিত ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের এ ফতোয়া দেন। ইফার গবেষণা বিভাগের মুফতি মোহাম্মদ আব্দুল্লাহর স্বাক্ষরিত দুই পৃষ্ঠার মন্তব্যে ১২টি বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন হাদিসের ১১টি তথ্য সুত্র দেন।

ফাউন্ডেশনের ফতোয়ায় বলা হয়েছে, যেখানে অসুস্থ ব্যক্তির জন্য খোদ শরীয়া আইনে অনেকগুলো বিকল্প বলে দেয়া হয়েছে, সেখানে সেসব বাদ দিয়ে অন্য বিকল্প অর্থাৎ চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা দেয়ার অবকাশ থাকে না।

ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের এ ফতোয়ায় বলা হয়েছে, অসুস্থ বা ওযর অবস্থায় নামাজ আদায়ের শরীয়ত সম্মত বিবরণ আকর গ্রন্থাদিতে পাওয়া যায়। তাতে তিনটি অবস্থানের কথা বলা হয়েছে- দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায়।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G