চোখের রেটিনা পরীক্ষায় অ্যাপ

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ১২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

photo-1436249956সম্প্রতি মেক্সিকোতে একটি মেডিকেল ও সার্জিক্যাল দল  চোখের রেটিনা পরিক্ষার  জন্য  একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপ তৈরিতে তারা ব্যবহার করেছে মোবাইল ফোনের ক্যামেরা, যা কি না চোখের রেটিনার যেকোনো ধরনের অস্বাভাবিকতা নিরূপণ করতে সক্ষম।তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর এ খবর জানিয়েছে।

অ্যাপ তৈরিকারী মেডিকেল দলটির পরিচালক কার্লোস আলতামিরানো ভ্যালেহো বলেন, ‘অ্যাপটি তৈরি করা হয়েছে শুধু সাধারণ চিকিৎসার সময় ব্যবহারের জন্য। কখনোই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজনীয়তা পূরণ করা এই অ্যাপের পক্ষে সম্ভব নয়। তবে অ্যাপটি যেকোনো চোখের রোগকে প্রাথমিক অবস্থাতেই ধরা পড়তে সাহায্য করবে।’

ভ্যালেহ জানান, ‘এই অ্যাপ থেকে জানা যাবে, কার চোখ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং কাকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’

আশা করা হচ্ছে, যেসব অনুন্নত এবং গ্রামীণ অঞ্চলে চোখের চিকিৎসা ঠিকমতো নেই, সেসব জায়গায় এই অ্যাপ সাধারণ মানুষের কাজে লাগবে।

স্পেনভিত্তিক মনটেরি ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড হায়ার এডুকেশনের একদল বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার অ্যাপটি তৈরিতে সাহায্য করেছে । ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই অ্যাপটি বাজারে ছাড়া হবে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G