চৌদ্দগ্রামে পেট্রোল বোমা, খালেদার বিরুদ্ধে ২ মামলা
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় সাতজনকে পুড়িয়ে মারার ঘটনায় হুকুমের আসামি করে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধের দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজামান বাদী হয়ে মামলাটি করেন।
দুই মামলায় বিএনপির চোয়রপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং জামায়াত নেতা ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখসহ আরো ৭১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা।
এই ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। দগ্ধ হয়েছেন আরও ১৬ জন। আহত ১৬ জনের মধ্যে ৯ জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
প্রতিক্ষণ /এডি/হামিদ