চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা, নিহত ৭

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

141228135946_bd_bus_fire_640x360_bbc_nocreditকুমিল্লা জেলার চৌদ্দগ্রামে আইকন নামে একটি বাসে দুর্বৃত্তদের পেট্রোলবোমায় ৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ২০ যাত্রী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুরেসোমবার রাত ভোরে  এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বাসে ওই স্থানে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচাতে পারলেও ততক্ষণে দগ্ধ হয়ে মারা যান ৭ জন এবং দগ্ধ হয়েছেন অন্তত ২০ যাত্রী। তবে পুড়ে যাওয়ার কারণে মৃতরা পুরুষ না নারী তা চিহ্নিত করা যাচ্ছে না।মিয়ারবাজার মহাসড়ক ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দগ্ধদের প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

 

প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G