চ্যানেল ২৬-এর যাত্রা শুরু

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৬ সময়ঃ ৪:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১২ অপরাহ্ণ

 

1458917071

 

 

‘তারুণ্যের ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ২৬ মার্চের চেতনায় বাঙালি সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে গতকাল থেকে পথচলা শুরু করেছে চ্যানেল ২৬। দেশে এই প্রথম মোবাইল টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করল চানেল ২৬।

বাঙালি সাংস্কৃতির গৌরবময় ঐতিহ্য সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই টিভি চ্যানেলের যাত্রা শুরু হয়।‘চ্যানেল ২৬’-এর ব্যবস্থাপনা পরিচালক মুমতাহিন জিয়ন জানান, চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের হাতের মুঠোয় বাংলাদেশকে এনে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করবে চ্যানেল ২৬। বিশ্বদরবারে বাংলাদেশকে ছড়িয়ে দিতে অ্যাপসের মাধ্যমে মুঠোটিভি হিসেবে কাজ করে ডিজিটাল বাংলাদেশের স্বর্ণমুকুটে আরেকটি পালক যোগ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

তরুণ শিল্পী, কলাকুশলী ও পরিচালকদের সমন্বয়ে অনুষ্ঠান নির্মাণ করছে চ্যানেলটি। বিনোদনকে প্রাধান্য দেয়া হলেও এই চ্যানেলটিতে নির্দিষ্ট সময়ে সংবাদও প্রচার করা হবে। নির্মাণের স্বকীয়তায় মানুষের ভালোবাসা, আনন্দ, বিনোদন এবং বিশ্বাসের অসীমতায় সব শ্রেণীর দর্শককে এক কাতারে নিয়ে আসার জন্য কাজ করবে চ্যানেলটি।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G