ছবি আঁকে ছাগল!
ছাগল ছবি আঁকে, তাও আবার শখে? চোখ কপালে উঠল নাকি? বিস্ময়কর হলেও সত্যি!
শুধু ছবি আঁকা বললে ভুল হবে, কেননা সেই ছবি বিক্রি করে অর্থও উপার্জন করছে ছাগলের মালিক।
এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ মেক্সিকোর আলবুকার্ক বোটানিক গার্ডেনে। ছাগলটির বয়স ৪ বছর।
গত কয়েক মাস যাবত ছাগশিশুকে ছবি আঁকা শিখিয়েছেন গার্ডেনের সদস্য ক্রিস্টিন রাইট।
তার আঁকা ছবি নিউ মেক্সিকোর বায়োপার্ক সোসাইটিতে বিক্রির জন্য রাখা হয়েছে।
যার এক একটি ছবি বিক্রি হয়েছে ৪০ মার্কিন ডলারে।
এই বিস্ময়কর প্রতিভার জন্য তাকে ডাকা হচ্ছে ‘ভিনসেন্ট ভ্যান গোট’ নামে।
আলবুকার্ক গার্ডেনের ম্যানেজার লিন টুপা তো এ নিয়ে বেশ উচ্ছ্বসিত।
এরকম আরো কিছু নিউজঃ
## যে হোটেলের কর্মীরা কখনও ছুটি নেয় না!
## শুক্রাণু দিয়ে তৈরি হচ্ছে কসমেটিক
## তবে কি সেটা ভুত ? (ভিডিওসহ)
## চালকের কাছে ‘দুঃস্বপ্ন’ যে ব্রিজ!
## লটারি ভাগ্য নিয়েই জন্মেছে যে দম্পতি!
সূত্রঃ ইন্টারনেট।