ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ১২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bsllllপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সঙ্গীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শনিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন । তিনি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদষ্টো সজীব ওয়াজদে জয়। এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সম্মেলনের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টা থেকে শুরু হবে কাউন্সিলর অধিবেশন। সেখানেই এ ঐতিহ্যবাহী সংগঠনের নতুনসভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তুলে দেয়া হবে।

এর আগে ২০১১ সালের ১০ ও ১১ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনেই বর্তমান সভাপতি এইচ বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী আলম নাজমুলকে নির্বাচিত করা হয় ।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G