ছাত্রলীগ নেতা নির্বাচনে ভোটগ্রহণ শেষ

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৫ সময়ঃ ৬:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

satছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার বিকেল ৫টা ৪০ মিনিটে ভোটদান শেষ হয়।

এতে দেশের ১১০টি ইউনিটের জেলা, বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটির ২ হাজার ৭৫০ জন ভোটার ভোট দেন।

প্রার্থিতা প্রত্যাহারের পর সভাপতি পদে ১৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৪২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রোববার সকাল ১১টা থেকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এ ভোট গ্রহণ শুরু হয়।

রংপুর বিভাগের পঞ্চগড় জেলার ২৫ জন কাউন্সিলর প্রাথমিকভাবে ভোট দেন।

মিতুন কুণ্ডু, শেখ রাসেল, মো্স্তাফিজুর রহমান মোস্তাক নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করলেও আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, ইসহাক আলী খান পান্না, ওমর ফারুক।

সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার ছাত্রলীগের ২৮তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করতে হবে এবং যোগ্য ও মেধাবীদের নেতৃত্বে নিয়ে আসতে হবে’।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G