ছেলেদের সৌন্দর্য রক্ষায় করণীয়

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৫ সময়ঃ ৯:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

men-skinশুধু মেয়েরাই নিজের সৌন্দর্যের খেয়াল রাখবে আর ছেলেরা হাত-পা গুটিয়ে বসে থাকবে এমনটা কি হতে পারে? ছেলেদেরও হতে পারে ত্বক ও চুলের অনেক সমস্যা। আর এই সমস্যা এড়াতে তাদের ও চাই কিছু বাড়তি যত্ন। ছেলেরা জেনে নিন কিভাবে রাখবেন সৌন্দর্যের খেয়াল।

ত্বক পরিষ্কার রাথাঃ ছেলেদের ত্বক কিছুটা তেলাক্ত হয়। আর তাই ধুলোবালির ঝামেলাও পোহাতে হয় বেশি, এর ফলে ব্রণ দেখা দেয়। তাই ময়লা যেন বসে যেতে না পারে এজন্য দিনে অন্তত দু’বার ত্বক পরিষ্কার করতেই হবে।

মরা কোষঃ এর জন্য ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। তাই দরকার মাসে একবার ফেসিয়াল করা। আর সপ্তাহে দু’দিন ভালো ফেসিয়াল স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।

সজীবতাঃ ছেলেদের ত্বক ক্ষয় হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া ছেলেদের একটি সাধারণ সমস্যা। এর কারণ হলো পর্যাপ্ত যত্নের অভাব। এ সমস্যা থেকে বাঁচতে হলে নিয়মিত ভিটামিন-বি জাতীয় খাবার খেতে হবে। এতে চুল পড়া বন্ধ হবে আর ত্বকও হয়ে উঠবে উজ্জ্বল।

পাকা চুলঃ এ সমস্যায় পড়তে পারেন অনেকেই। এতে বয়সের চেয়েও আপনাকে আরও বেশি বয়স্ক মনে হবে। এজন্য প্রয়োজন ভালো কোনো হেয়ার কালার ব্যবহার করা।

হাত-পায়ের যত্নঃ হাত-পাও কিন্তু সৌন্দর্যের একটা অংশ। তাই নিয়মিত নখ কাটুন এবং তা পরিষ্কার রাখুন। পায়ে দুর্গন্ধ একটি পরিচিত সমস্যা ছেলেদের জন্য। এজন্য প্রয়োজন নিয়মিত পা পরিষ্কার
করা, পরিষ্কার জুতা-মোজা পড়া, আর পা যেন সবসময় শুকনো থাকে সেদিকে লক্ষ্য রাhandsam-boyখা।

সব সময়ের জন্য করনীয়ঃ
-সুন্দর্যের পূর্ব শর্ত হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।তাই সব সময় নিজেকে পরিষ্কার রাখুন।
-নিয়মিত শেভ করুন। ভালো মানের ক্রিম আর আফটার শেভ ব্যবহার করুন। এটা আপনার ব্যক্তিত্বও বাড়িয়ে দেবে।
-সুগন্ধি এমনভাবে নির্বাচন করুন—যেন তা আপনার মুড ও ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায়।
-সুন্দর করে ইস্ত্রি করা পোশাক পরুন।
-ভ্রু যদি খুব বেশি মোটা আর এবড়ো-থেবড়ো হয় তবে তা ছেঁটে সুন্দর রাখুন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G