ছোট ড্রোন ‘ওয়ালেট’

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ৮:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ পূর্বাহ্ণ

droanবাজারে আসছে পৃথিবীর সবচেয়ে ছোট ড্রোন । ড্রোনটির আকার ১.৫ ইঞ্চি বাই ১.৫ ইঞ্চি। এটি এতই ছোট যে খুব সহজেই পকেটে রাখা যাবে, তাই এর নাম রাখা হয়েছে ‘ওয়ালেট ড্রোন’।

আর ড্রোনটির উচ্চতা মাত্র আধা ইঞ্চি বলে জানিয়েছে, প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

ক্যাম্পেইনের মাধ্যমে ড্রোনটির বাণিজ্যিক উৎপাদনের জন্য তহবিল ও বিনিয়োগ সংগ্রহ করছেন ড্রোনটির নির্মাতারা। ক্যাম্পেইন থেকে ১১ হাজার ৮৯৪ ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলে ২০১৫ সালের জুলাই মাস নাগাদ ওয়ালেট ড্রোন হাতে পাবেন বিনিয়োগকারীরা।

নির্মাতারা জানিয়েছেন, ছোট আকারে হওয়ার কারনে ‘ওয়ালেট ড্রোন’ পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যাবে, বহনে বাড়তি ঝমেলা পোহাতে হবে না। তবে এতে কোনো ক্যামেরা সংযোজন করা হয়নি। ইউএসবি কেবলের মাধ্যমে ড্রোনটি চার্জ করা যাবে। ২০ মিনিটের চার্জে পাঁচ থেকে সাত মিনিট উড়তে পারবে এটি।

এছাড়া ডকিং স্টেশনেও চারটি ‘ডাবল এ’ ব্যাটারি দিয়ে চার্জ করা যাবে এই ড্রোন।

তথ্যসূত্র:-CNET
প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G