ছয় মাসের শিশুর পেটে আরেকটি শিশু!

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ পূর্বাহ্ণ

চিত্র-বিচিত্র ডেস্ক

childমাত্র ছয় মাসের শিশুর পেটে আরেকটি শিশু। অবাক, বিস্ময়কর ও অবিশ্বাস্যই বটে। কিন্তু না, ঘটনা সত্যি। সম্প্রতি এমনটি সনাক্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

শিশুটির নাম সাজিয়া জান্নাত। তার শফিকুল ইসলাম। গ্রামের বাড়ি জামালপুরের গোপালপুরে। বর্তমানে তারা থাকেন গাজীপুরের নতুন বাজার গরগরিয়া গ্রামে।

সাজিয়ার মা আঞ্জু খাতুন জানান, গত ১০ সেপ্টেম্বর জামালপুরের নান্দিনা আনোয়ার হাসপাতালে তার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। শিশুটির বয়স যখন চারমাস তখন তার পেটে একটি চাকা সাদৃশ কিছু একটা অনুভব করেন তার তিনি। পরে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা-নীরিক্ষা করে জানতে পারে শিশুটির পেটে একটি ভ্রুণ বেড়ে উঠছে।

১৩ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সাজিয়াকে। শিশু সার্জারি বিভাগের প্রফেসর ডা. আশরাফুল হক কাজলের অধীনে তাকে ভর্তি করা হয়।

ডা. আশরাফ সাংবাদিকদের বলেন, ‘শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি শিশুটির পেটে থাকা ভ্রুণটির মাথা আছে কিন্তু খুলি নেই। হাত-পা আছে তবে ভ্রুণটি মৃত।’

রেকর্ড অনুযায়ী বিশ্বে এমন ঘটনা ৫৯টি হয়েছে। আমাদের এই ঘটনাটি নিয়ে তা হবে ৬০টি হবে বলে উল্লেখ করেছেন তিনি।

 প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G