জঙ্গি আবুর স্ত্রীর বিরুদ্ধে মামলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় পুলিশ মামলা করেছে ।
অভিযানে নিহত জঙ্গি আবুল কালাম আজাদ ওরফে আবু আলীর স্ত্রী সুমাইয়াসহ অজ্ঞাত ২৪/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে সন্ত্রাস ও জঙ্গি দমন আইনে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন।
শনিবার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আটক সুমাইয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার ঐ বাড়িটি বুধবার ঘিরে রাখে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে ঢাকা থেকে সোয়াত টিম সেখানে গিয়ে অভিযান শুরু করে।
পরদিন বৃহস্পতিবারও অভিযান চলে। এতে চার জঙ্গি নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিার বিকেলে ঐ বাড়ি থেকে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও মেয়ে সাজিদাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিন মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়ার পায়ে গুলি লাগায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাই