জঙ্গি আস্তানা থেকে চার জনের মরদেহ উদ্ধার

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ৭:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে জেএমবির সদস্য আবুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজশাহী রেঞ্জের ডি্ইজি খুরশিদ আলম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপারেশন ‘ঈগল হান্ট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ঐ আস্তানা থেকে জঙ্গি সংগঠন জেএমবি সদস্য আবুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তারা আত্মঘাতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জেএমবির সদস্য আবুর স্ত্রী এবং সন্তানকে জীবিত উদ্ধার করা হয়। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ঐ একতলা বাড়িতে মাস তিনেক ধরে রফিকুল আলম আবু (৩০) নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী-সন্তানসহ চারজন থাকতেন বলে ধারণা পুলিশের।

তাছাড়া সকালে শেষবারের মতো তাদের আত্মসমর্পণ করতে বলার ঘণ্টাখানেকের মধ্যে একটি বোমা ‘নিষ্ক্রিয়’ করা হয় সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানায়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G