‘জনগণ জেগে উঠেছে, তারা পরিবর্তন চায়’: এরশাদ
‘জাতীয় পার্টি জেগে ওঠেছে, দেশের জনগণ জেগে উঠেছে, তারা পরিবর্তন চায়।’
২০১৯ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে জানপ্রাণ দিয়ে কাজ করতে দলের নেতা-কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কতদিন আর বাঁচবো। আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে। আমাকে নতুন জীবন দাও।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে নেতা-কর্মীদের এই কথা বলেন এরশাদ। তিনি বলেন, জীবন সায়াহ্নে এসে তিনি দলকে আরেকবার ক্ষমতায় দেখতে চান।
এরশাদ বলেন, ‘আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছেছি। হয়ত এটাই আমার শেষ নির্বাচন। আমি বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে, আমি বেচে থাকতে চাই জাতীয় পার্টির মধ্যে। জাতীয় পার্টি শক্তিশালী হলে আমি বেঁচে থাকবো। আমি বেঁচে থাকতে পারবো জাতীয় পার্টি শক্তিশালী হলে।’
এরশাদ বলেন, ‘ক্ষমতায় যেতে হলে দলের শক্তির প্রয়োজন। দলকে সর্বত্র শক্তিশালী করতে হবে।’
সমাবেশে বিপুল জনসমাগম দেখে উচ্ছ্বসিত এরশাদ বলেন, ‘জীবনে বহু সমাবেশ দেখেছি কিন্তু আজকের মতে এতো বড় সমাবেশ কখেনো দেখি নাই।’
দেশে সংখ্যালঘু নির্যাতন চলছে অভিযোগ করে এরশাদ বলেন, ‘হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছিলাম। আজ কেন এই হিন্দুরা নিগৃহীত? কেন মন্দির পোড়ানো হচ্ছে, হিন্দুদের জমি কেন দখল করা হচ্ছে? খ্রিষ্টানদের মেরে ফেলা হচ্ছে। আমরা তা হতে দেবো না। তারা সবাই নাগরিক। সবাই একসাথে বাস করব।’
প্রতিক্ষণ/এডি/শাআ