জনগণ প্রমাণ করেছে গণতন্ত্র আমরা কে!- জো বাইডেন

প্রকাশঃ নভেম্বর ১১, ২০২২ সময়ঃ ১২:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বেশ কয়েকটি হাউস এবং সিনেট আসন নিয়ে সন্দেহের মধ্যেও কংগ্রেসের নিয়ন্ত্রণ রেখেছিল। তবে ব্যালট-গণনার পুরো দিন পর এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবুও গণতন্ত্রের জন্য একটি ভাল দিন হিসাবে বুধবারকে চিহ্নিত করেছেন রাষ্ট্রপতি জো বাইডেন।

“সাম্প্রতিক বছরগুলিতে আমাদের গণতন্ত্র পরীক্ষা করা হয়েছে। কিন্তু আমাদের ভোট দিয়ে আমেরিকান জনগণ কথা বলেছে। আবারও জনগণ প্রমাণ করেছে গণতন্ত্র আমরা কে”- বাইডেন হোয়াইট হাউসে ৫৩ মিনিটের একটি লম্বা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন।

রাষ্ট্রপতি তার ডেমোক্রেটিক পার্টিকে রিপাবলিকানদের বিরুদ্ধে প্রত্যাশার চেয়ে ভাল কাজ করেছে বলে উল্লেখ করেছেন। বাইডেন ঘোষণা করেছেন, তিনি ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলন থেকে ফিরে আসার পর অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা নিয়ে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করতে উভয় দলের নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G