জনতা ব্যাংকের মুনাফা ১০৬৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক ২০১৪ সালে এক হাজার ৬৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ব্যাংকটির কর ও প্রভিশন পরবর্তী নিট মুনাফা ৩৮১ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৬২ হাজার ৯৪৫ কোটি টাকা।
সম্প্রতি মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অষ্টম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়।
সরকারের প্রতিনিধি ও শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে এজিএমে ২০১৪ সালের আর্থিক চিত্র উপস্থাপন করেন ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম।
এজিএমে জানানো হয়, ব্যাংক খাতের মোট সম্পদ’র ৭.২৭ শতাংশই জনতা ব্যাংকের। এ হার আমানতে ৭.৬০ শতাংশ, ঋণ ও অগ্রিমে ৬.০৫ শতাংশ, আমদানির ৪.৫১ শতাংশ, রফতানির ৭.৬২ শতাংশ, ফরেন রেমিট্যান্সে ৯.২১ শতাংশ এবং কর্মসংস্থানে ৮.৪৪ শতাংশ।
ব্যাংকটির সম্পদের বিষয়ে জানানো হয়, ২০১৪ সালের শুরুতে সম্পদের পরিমাণ ছিল ৫৮ হাজার ৬০৮ কোটি টাকা। বছর শেষে ৭.৪০ শতাংশ বেড়ে তা ৬২ হাজার ৯৪৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।
আর আমানতের পরিমাণ আগের বছরের তুলনায় ৭.৮৩ শতাংশ বেড়ে হয়েছে ৫১ হাজার ৬১০ কোটি টাকা। ঋণ ও অগ্রিমের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে ১১.৯১ শতাংশ। বছর শেষে ঋণ ও অগ্রিম দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা।
২০১৪ সালে ব্যাংকটি শ্রেণিকৃত ঋণ থেকে ৭৩৩ কোটি ৭৩ লাখ টাকা এবং অবলোপনকৃত ঋণ থেকে ১৩৭ কোটি ৪৭ লাখ টাকা নগদ আদায় করেছে বলে এজিএমে জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/নুর