জনতা ব্যাংকের স্টাফ বাসে ককটেল হামলা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বিএনপির নেতৃত্বে লাগাতার অবরোধ ও হরতালে রাজধানীর যাত্রাবাড়ীতে জনতা ব্যাংকের স্টাফ বাসে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এতে ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সোয়া ৯ টার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আবদুল লতিফ মিজি (৫৩), সুরেশ (৪৮) ও আরশাদ মিয়া (৫৫)। বাকীদের পরিচয় জানা যায়নি। আহতরা সবাই জনতা ব্যংকের স্টাফ বলে জানা গেছে।
আহত আবদুল লতিফ মিজি বলেন, ‘সোমবার সকাল সাড়ে নয়টার সময় নারায়ণগঞ্জ থেকে জনতা ব্যাংকের স্টাফবাসে চড়ে আমরা সবাই মতিঝিল জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে যাচ্ছিলাম।
ওই সময়ে বাসটি রাজধানীর যাত্রাবাড়ী থানার ভাঙ্গাপ্রেসের সামনে পৌছামাত্র দুর্বৃত্তরা বাসটিতে একাধিক ককটেল নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়। পরে আমরা সবাই হুড়োহুড়ি করে বাস থেকে নামার সময় আহত হই। পরে চিকিৎসার জন্য নিজেরাই হাসপাতালে আসি।’
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রতিক্ষণ /এডি/বিপ্লব