জনমত যাচাইয়ে বোরকা পরে ঘুরুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hasina kaderনিজেদের জনমত যাচাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোরখা পরে মানুষের আশেপাশে ঘুরে যাবার আহবান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সহিংসতা বাড়ছে। দেশ শান্তি প্রতিষ্ঠার জন্য আমি এখানে ২২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি, প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করতে আহবান জানাচ্ছি। আমাদের এ অবস্থান কর্মসূচি থেকে কিছু চাই না। আসলে চাই দেশে শান্তি আসুক। দেশ যেখানে আছে সেখান থেকে দায়িত্বশীল হোক।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে গণতন্ত্র নেই। দেশটা ভাল চলছে না। নির্বাচনের নামে প্রহসন করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি, আমরা বিপথমুক্ত পরিচ্ছন্ন গণতন্ত্র চাই। নিয়ন্ত্রিত গণতন্ত্র চাই না। আয়ুব খান নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু টিকতে পারেনি।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি আলোচনায় বসুন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে আলোচনার কোনো বিকল্প নেই। আপনি তো কেবিনেটে আলোচনা করেন, কিন্তু দেশের শান্তি প্রতিষ্ঠায় আলোচনা করতে সমস্যা কোথায়?’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, ‘আমি আপনার ক্ষমতা হরণ করার জন্য এখানে বসিনি। কেউ আমাকে এখানে বসায়নি। আমি দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য দাবি নিয়ে বসেছি একজন মুক্তযোদ্ধা হিসেবে।’

তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারির ইলেকশন তো নিজের নিজেরা করেছেন। এখন নিজেরা নিজেরা বিয়েও হয় না। আমি চাই আপনি আরো ২৫ বছর ক্ষমতায় থাকেন। কিন্তু মানুষের মতামত নিয়ে থাকেন। গণতান্ত্রিকভাবে থাকেন। আপনি বোরখা পরে মানুষের আশেপাশ ঘুরে যান। তাহলে জনমত যাচাই করতে পারবেন। আসলে অরাজকতা গুণ্ডামি করে শান্তি স্থাপন করা যায় না।’

প্রতিক্ষণ /এডি/কামাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G