জলবায়ু তহবিলের টাকা ব্যয়ে ব্যর্থ বাংলাদেশ

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১১:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

015834129_3020044জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একাধিক তহবিল পেলেও তা ব্যবহারে এখনও পুরোপুরি সক্ষম নয় বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে তহবিল সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশের অবস্থান ও প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে এই ফান্ড ২ শ’ বিলিয়নে পৌঁছাবে। এর একটি অংশ বাংলাদেশও পাবে। কারণ জলবায়ুগত সমস্যায় পৃথিবীর যে সব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইতোমধ্যে আমরা একাধিক তহবিল পেলেও তা ব্যবহারে এখনও পুরোপুরি সক্ষমতা অর্জন করিনি আমরা।

এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন আহমেদ, জিসিএফ’র নির্বাহী পরিচালক হেলা চিখিরুউ।
প্রতিক্ষণ/এডি/সুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G