জলাবদ্ধতা নিরসনে ‘মাস্টার ড্রেন’ নির্মাণ
নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় দেড় কিলোমিটার জুড়ে শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার লক্ষ্যে সাড়ে ১৩ কোটি ব্যয়ে মাষ্টার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।
পৌর শহরের আনন্দনগর, কল্যাণপুর, রূপনগর, এলাকায় পুরোদমে ড্রেন নির্মানের কাজ চলছে। পৌর শহরকে পরিষ্কার পরিছন্ন ও পর্যটন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইউজিপ প্রজেক্ট ফেইস থ্রী এর বিদেশি অর্থায়নে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
জলাবদ্ধতার আশঙ্কায়, এসব এলাকায় ঘর-বাড়ি করতে ভয় পেতো মানুষ। এখন লোকজন এসব এলাকায় পৌরসভার ড্রেন নির্মাণ করার ফলে নতুন করে বাড়ী করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে।
এ ড্রেন নির্মাণের মধ্যদিয়ে শহরের জলাবদ্ধতার চিত্রই পাল্টে যাবে বলে ধারনা করা হচ্ছে।
জানা গেছে, কল্যাণপুর, রূপনগর, আনন্দনগর, গাউছিয়া নগর, গোলাবাড়ী, আপার পেড়াছড়া এলাকার চার থেকে পাচঁ হাজার পরিবার এ ড্রেন নির্মাণের ফলে জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। দেড় কিলোমিটার জুড়ে আনন্দনগর থেকে শুরু হওয়া ড্রেনটি রূপনগর, গাউছিয়া নগর, গোলাবাড়ী আপার পেড়াছড়া, বটতলি হয়ে চেঙ্গী নদীতে গিয়ে পড়বে।
পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস জানান, ড্রেনটির প্রস্থ ১.৭ মিটার উচ্চতা হচ্ছে ১.৮ মিটার। তিনি জানান দ্রুতগতিতে কাজ চলছে। খাগড়াছড়ি পৌর সভার ইতিহাসে এত বিশাল আকারের ড্রেন এ প্রথম নির্মিত হতে যাচ্ছে।
প্রতিক্ষণ/এডি/আরএম