জলের আতঙ্ক টাইগার ফিস!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
আফ্রিকার কঙ্গো নদীতে এক ধরনের মাছ আছে যেগুলো সামনে আসলে কুমিররা জান বাঁচাতে পড়িমরি করে দৌঁড়ে পালায়। কারণ এই মাছগুলো খুবই ভয়ানক। ধরে ধরে কুমির খেয়ে ফেলে। এমনকি সুযোগ পেলে মানুষকেও ছাড়ে না। এই মাছের নাম দৈত্যাকার টাইগার ফিশ।
টাইগার ফিশের আছে ৩২ টি ধারালো দাঁত। বাঘের মতো এর আচরণ আর দেহ। দাঁতগুলো রেজরের মতোই ধারালো আর ওপর নিচে সমানভাবে সাজানো থাকে । একবার হা করলে তো সর্বনাশ!
টাইগার ফিশগুলোর কেউ কেউ পুরোপুরি ধূসর রঙের হয় আর দেহের পাশ বরাবর একটি দু’টি কালো রেখা থাকতে পারে। আবার কারো কারো সাদা,বাদামী বা ধূসর রঙের ওপর মোটা কালো দাগও থাকতে পারে। লম্বায় ৬ থেকে ৭ ফুট পর্যন্ত হয়ে থাকে এরা। ওজন হয় প্রায় ৫০ কেজির মতো।এরা ছোটো অবস্থায় পিরানহার মতোই দল বেঁধে থাকে। মা মাছেরা বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায় আর কামড় দিয়ে শিকার করতে শেখায়।
টাইগার ফিসের শিকার ধরার ভঙ্গিটিও বিচিত্র। বাঘ যেভাবে ঘাপটি মেরে বসে থেকে দ্রুতগতিতে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে, এই মাছগুলোও শিকার ধরার বেলায় এমনটি করে। এদের শরীরে গ্যাস ভরা একধরনের থলি থাকে। আর এই থলির সাহায্যে কোথাও শব্দ হলে তৎক্ষনাত সেটি ধরে ফেলতে সক্ষম এই দানবেরা।
প্রতিক্ষণ/এডি/পাভেল