জাকির নায়েকের এনজিও পাঁচ বছর নিষিদ্ধ
ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি ঘোষণা করেছে ভারত সরকার। প্রতিষ্ঠানটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জাকির নায়েকের এ বেসরকারি প্রতিষ্ঠানকে (এনজিও) অনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়।
বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনে (ইউএপিএ) জাকির নায়েকের ওই প্রতিষ্ঠান নিষিদ্ধ করা হয়। আজ মঙ্গলবার তা অনুমোদন করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এর আগে থেকেই জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। এরপরে ভারতে বেসরকারি টিভি চ্যানেল ‘পিস টিভি’ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ঐ চ্যানেলে জাকির নায়েকের বক্তব্য প্রচার করা হতো।
প্রতিক্ষণ/এডি/শাআ