জানালা আছে হামিংবার্ডের শরীরে
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড। কিন্তু বলে না, ছোট লঙ্কায় ঝাল বেশি তাইতো বিশ্বের দ্রুততম পাখিও হামিংবার্ড। প্রতি সেকেন্ডে অন্তত সত্তর বার ডানা ঝাপটায় এই ক্ষুদে পাখিটি।
স্বাভাবিকভাবে এত দ্রুত গতির কারণে পাখিটির শরীর অতিমাত্রায় উত্তপ্ত হয়ে যাবার কথা। কিন্তু দেখা যায় বাস্তবে সেটা হচ্ছে না। কারণটা খুঁজে বের করেছে নাসা। একটি থার্মাল ক্যামেরায় ধারণ করা রঙ্গিন ভিডিও চিত্রের মাধ্যমেই আবিষ্কৃত হয়েছে যে, কেন দ্রুত গতির পরেও পাখিটির শরীর অতিমাত্রায় উত্তপ্ত হয়না।
কারণ জানালা আছে হামিংবার্ডের শরীরে। এসব জানালা রয়েছে তার চোখের পাশে, কাঁধের সংযোগস্থলে, পায়ে এবং পায়ের পাতায়।
যুক্তরাষ্ট্রের অরিগনে জর্জ ফক্স ইউনিভার্সিটিতে এই সমীক্ষাটি চালানো হয়েছে। জলবায়ু পরিবর্তনে পাখিদের উপর কি প্রভাব পড়ছে তা জানতেই এই সমীক্ষাটি চালানো হয়। এর জন্য তহবিল দিয়েছে মার্কিন মহাকাশ বিষয়ক সংস্থা নাসা।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে রয়্যাল সোসাইটি ওপেন সাইন্স নামক একটি জার্নালে।
প্রধান গবেষক ড. ডোনাল্ড পাওয়ার্স বলেন, ‘আমরা জানতে চেষ্টা করছিলাম হামিংবার্ড এবং অন্যান্য পক্ষীকুল কিভাবে তাদের শরীর থেকে অতিরিক্ত উত্তাপ বের করে দিতে সক্ষম হয়’। থার্মাল ক্যামেরায় ধারণ করা ওই ভিডিও বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি হামিংবার্ডের দেহে এবং সম্ভবত অন্যান্য পক্ষীকুলের চোখ, কাঁধ এবং পায়ে কিছু বিশেষ জায়গা আছে যেখানে পালকের ঘনত্ব কম থাকে।’
আর এগুলোই মূলত উড়ার সময় তাদের উত্তাপ বের করে দেবার ‘জানালা’ হিসেবে কাজ করে।
প্রতিক্ষণ/এডি/জেবিএম