জানা অজানা আজব তথ্য
প্রতিক্ষণ ডেস্ক
বিশ্ব এক অপার জ্ঞানের ভান্ডার। বিশ্বের বিভিন্ন দেশ ও জায়গায় এবং এতে বসবাসরত মানুষের মধ্যে রয়েছে মজার মজার অনেক তথ্য। এমনই কিছু আজব তথ্য আজ আপনাদের জন্য।
১. বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি চকলেট খায় সুইজারল্যান্ডের জনগণ। বছরে তারা গড়ে প্রায় ১০ কেজি করে চকলেট খায়।
২. অস্ট্রেলিয়া মহাদেশই হলো একমাত্র মহাদেশ যেখানে কোনো জীবিত আগ্নেয়গিরি নেই।
৩. প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তারও অধিকবার বজ্রপাত হয়।
৪. আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর আক্রমণের চেয়ে জলহস্তীর আক্রমণে বছরে বেশি মানুষ মারা যায়।
৫. ফ্রেন্স ফ্রাই এর আসল জন্মস্থান ফ্রান্সে নয়, বেলজিয়ামে।
৬. কোথাও ভ্রমণ করার সময় মানুষ টুথব্রাশ নিতে সবচেয়ে বেশি ভুলে যায়।
৭. আগস্ট মাসে জন্মহার অন্য সব সময়ের চেয়ে বেশি।বিশ্বে আগস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়।
৮. যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না।
৯. অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়।
১০. পাখিদের খাদ্য গ্রহণের জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়। অর্থাৎ, কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে সে খাবারটি খেতেই পারবে না।
১১. ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো “E” এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ হলো “Q” ।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর