জাপানকে হুমকি দিয়ে আইএসের ভিডিও বার্তা
আন্তর্জাতিক প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
জিম্মির বিনিময়ে ২শ মিলিয়ন ডলার দাবি করে জাপানকে ভিডিও বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস) জঙ্গিরা।
জাপানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্বৃতি দিয়ে মঙ্গলবার বিবিসির এক সংবাদে বলা হয়েছে, জাপানের ২ জন নাগরিককে জিম্মি করে রেখেছে আইএস। জিম্মির পর তাদের প্রকাশিত ভিডিওটি পেয়েছি।
ভিডিওর বিষয়টি জানা থাকলেও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
ভিডিওতে দেখা গেছে, যেসব দেশ আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে তাদের সহায়তা করায় জাপানের তীব্র সমালোচনা করছে আইএসের একজন জঙ্গি। পাশাপাশি দাবিকৃত টাকা না পেলে জিম্মি ২ জাপানিকে হত্যার হুমকি দেওয়া হয়।
যদিও ভিডিও বার্তাটি নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, সেনা ও সাংবাদিকদের মাথা বিচ্ছিন্ন করে হত্যার নৃশংসতার কারণে আইএসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছি আন্তর্জাতিক মহল। আইএসবিরোধীদের সহায়তা করায় জাপানকে হুমকি দিয়েছে আইএস।
প্রতিক্ষণ/এডি/কলি