জাপানি হত্যার ঘটনায় আটক ৫
জেলা প্রতিবেদক
জাপানি নাগরিক হোসি কোনিও (৬৬) খুনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হোসিকমিও যে বাসায় থাকতেন, সেই বাসার মালিক গোলাম জাকারিয়া, তাঁর ছেলে, জাপানি নাগরিকের প্রকল্প সহকারী হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মোন্নাফ ও মুরাদ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ১০ দিকে রংপুর মহানগরীর পাশে কাউনিয়ার কাচু আলুটারীতে নিজ কৃষি ফার্মে যাওয়ার পথে একজন মোটরসাইকেল আরোহী ও ২ জন পথচারী রিকশার পথরোধ করে তাকে উদ্দেশ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলার নীচ, বুক, হাত, পাসহ শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকরা।
হোসি কোনিও এক বছরের ভিসা নিয়ে ৪ মাস আগে রংপুর আসেন।
নগরীর মুন্সিপাড়ায় জাকারিয়া বালা নামে এক ব্যাক্তির বাড়ির দোতালায় ভাড়া থাকতেন তিনি। স্থানীয় হীরা নামে এক ব্যক্তির সঙ্গে ওই এলাকায় এক একর জমি নিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে তার পরিচর্যা করছিলেন।
স্থানীয়রা জানায়, আগে হীরাসহ ফার্মে আসলেও কিছুদিন থেকে তিনি একাই ফার্মে যাতায়াত করতেন।
ঘটনার পররই হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। পরিকল্পিত নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক জাকারিয়া বালা, ব্যবসায়িক বন্ধু হীরা, ঘটনাস্থলের পাশের বাড়ির মালিক মুরাদ ও রিকশাচালক মোন্নাফকে আটক করেছে।
প্রতিক্ষণ/এডি/এনজে