জাপানি হত্যায় বিএনপি নেতার রিমান্ড বাতিল
জেলা প্রতিবেদক
জাপানী নাগরিক হোশি কোনিও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক মহানগর বিএনপির সদস্য রাশেদুন্নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্র আবু তালেব শনিবার এই আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরে জাপানী নাগরিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ মহানগর বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লব ও জাপানী নাগরিকের ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবীর হিরাকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ডে নেয়। ১০দিনের রিমান্ড চলাকালে বিপ্লবের স্ত্রী শিরিন আক্তার দিবা রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রের আদালতে তার স্বামী অসুস্থ বিধায় রিমান্ড আদেশ বাতিলের আবেদন জানান।
আদালতের বিচারক আবু তালেব শুনানি শেষে বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবের ১০দিনের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
সরকার পক্ষে বিএনপি নেতার রিমান্ড আবেদন বাতিলের বিরোধিতা করেন কোর্ট ইন্সপেক্টর।
প্রতিক্ষণ/এডি/এনজে