জাপানে ছুরিকাঘাতে ১৯ জনকে হত্যা

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৬ সময়ঃ ১১:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

b38d5a4663e013b754dc5c74b3663f06-57969b1bd053e

জাপানে ছুরি হাতে এক ব্যাক্তির হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৫ জন। স্থানীয় সময় মঙ্গলবার টোকিওয়র দক্ষিণের সাগামিরাহে সরকারি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। সূত্র বিবিসি।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, হামলাকারীর বয়স ২০ এর কাছাকাছি। পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে সাতোশি ইমাৎসো নামে ২৬ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে, যিনি ওই সেবা কেন্দ্রের সাবেক কর্মী।

পুলিশ এই আক্রমণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। স্থানীয় সময় আড়াইটার দিকে এই হামলা শুরু হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলাকারী পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

তবে স্থানীয় সংবাদ মাধ্যমে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে গ্রেফতারের পর পুলিশের কাছে হামলাকারী জানিয়েছে, ‘আমি এই দুনিয়া প্রতিবন্ধীমুক্ত করতে চাই।’ হামলাকারী যুবক প্রতিবন্ধীদের সুবিধা কেন্দ্রের সাবেক কর্মী বলেও জানিয়েছে তারা।

তবে জাপানে এ ধরনের নির্বিচার হত্যাকাণ্ড খুব একটা দেখা যায় না। এর আগে ২০০১ সালে একই তারিখে একটি স্কুলে আট শিশুকে ছুরি চালিয়ে হত্যা করে এক প্রতিবন্ধী।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G