জাফরুল্লাহকে আদালতের নিঃশর্ত ক্ষমা
নিজস্ব প্রতিবেদক
নি:শর্ত ক্ষমা প্রার্থনা করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীকে দেয়া ট্রাইব্যুনালের দণ্ডাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে সর্তক ও করা হয়েছে।
মঙ্গলবার ডা. জাফরুল্লা এ বিষয়ে ক্ষমা চাইলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বেঞ্চ তাকে ক্ষমা করেন। আদালতে ডা. জাফরুল্লার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রেজা খান। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অনাদায়ে তাকে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন আদালত। এছাড়া এই অভিযোগে অন্য ২২ জনকে সতর্ক করে অব্যাহতি দিয়েছিলেন আদালত।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল