জাফলংয়ে এখনো নিখোঁজ ২ কলেজ ছাত্র
নিজস্ব প্রতিবেদক
ঢাকার কবি নজরুল ইসলাম সরকারি কলেজের দুই ছাত্রের সন্ধান এখনো পাওয়া যায়নি। সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীতে তারা গত বুধবার বিকেলে নিখোঁজ হয়। নিখোঁজ দুই কলেজ ছাত্ররা হলেন, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ অন্তর ও একই বর্ষের ছাত্র সোহাগ ঘোষ। তারা দুজনই ঢাকার ওযারি এলাকার বাসিন্দা।
গত বুধবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা পিয়াইন নদীতে তল্লাশি চালালেও শুক্রবার সকাল পর্যন্ত মেলেনি নিখোঁজ দুই ছাত্রের সন্ধান।
নিখোঁজ এই দুজনসহ ৬ বন্ধু জাফলং পিয়াইন নদীর জিরো পয়েন্টে সাতার কাটতে নামেন। এক পর্যায়ে অন্য চার বন্ধু তীরে উঠলেও অন্তর ও সোহাগ নদীর স্রোতে তলিয়ে যনে।
পুলিশ ধারণা করছে, পিয়াইন নদীর চোরাবালিতে হারিয়ে প্রাণ হারিয়েছে এই দুই শিক্ষার্থী। দমকলবাহিনীর ডুবুরিরা শুক্রবার সকাল ১০টা থেকে আবার অনুসন্ধান তৎপরতা শুরু করেছে। এর আগের দুইদিনও তারা দুই ছাত্রের খোঁজে নদীতে তল্লাশি চালিয়েছেন।
টুরিস্ট পুলিশ সিলেটের পরিদর্শক মো. আফজাল হোসেন জানান, নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানিতে তলিয়ে যাওয়া দুই ছাত্রকে উদ্ধারের আগ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মরদেহ উদ্ধারের জন্য দমকল বাহিনীর ডুবুরি দল ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে বৈরী আবহাওয়া ও নদীতে স্রোত বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল