তহিদুল ইসলাম, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ স্বাধীনতা কাপ টুর্ণামেন্ট ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। মওলানা ভাসানী হল ছাত্রলীগ আয়োজিত এ টুর্ণমেন্টে সোমবার দিবাগত রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার দিবাগত রাত ১টার সময় অনুষ্ঠেয় ফাইনালে ‘এস এম জাকির গ্লাডিয়েটর্স’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ‘ভাসানী ব্লাস্টার্স’।
প্রথমে ব্যাট করে ‘ভাসানী ব্লাস্টার্স’ নির্ধারিত ৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৬৩ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে ‘এস এম জাকির গ্লাডিয়েটসর্’ এক ওভার দুই বল বাকি থাকতে চার উইকেটে জয় নিশ্চিত করে।
টুর্ণামেন্ট সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ৪১ তম আবর্তনের মিসবাহ এবং ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন এস এম জাকির গ্লাডিয়েটর্স’র অধিনায়ক শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ।
তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এ টুর্ণমেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, এস এম জাকির গ্লাডিয়েটর্স, ভাসানী ব্লাস্টার্স, ভাসানী ব্যাম্বো, মারুফ কো., ট্রফি উইন্যারস, ভাসানী গ্লাডিয়েটর্স, স্পারট্যান্টস, স্কোরচ্যারস এম বি এইচ।
এর আগে, গত ২৬ মার্চ রাতে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টের উদ্বোধন করেন মওলানা ভাসানী হলের প্রাধাক্ষ্য অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।
============