জামায়াত-শিবিরের ৬৫ নেতার বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৬৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ১০ জুন দিন ধার্য করেন।
২০১২ সালের ৫ নভেম্বর রাজধানী মতিঝিলের সিটি সেন্টারের সামনে জামায়াত-শিবিরের ২০০ নেতাকর্মী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন মামলাটি দায়ের করেন।
২০১২ সালের ১৩ নভেম্বর মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, জামায়াতের প্রচার সম্পাদক তাসলিম আলম, জামায়াতের খুলনা এলাকার সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডা. ফখরুদ্দিন মানিক, দোলোয়ার হোসেন সাঈদীসহ ৬৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রতিক্ষণ/এডি/নুর