জামিন পেলেন রাব্বি

প্রকাশঃ জুলাই ১৪, ২০১৫ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

uqqlgiyeসন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ৭০ লাখ টাকার চেক  প্রতারণা মামলায় জামিন পেয়েছেন।মঙ্গলবার তিনি নারায়ণগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

রফিউর রাব্বির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদের আদালতে মঙ্গলবার দুপুরে রফিউর রাব্বি আত্মসমর্পণ করেন। এ সময় তিনি ৭০ লাখ টাকার চেক প্রত্যাখাতের ঘটনায় ৩৫ লাখ টাকা আদালতে জমা দেন। পরে তিনি জামিন চাইলে আদালত আগামী ২৫ আগস্টের মধ্যে উচ্চ আদালতে আপিল করার শর্তে জামিন দেন।

এর আগে ২৪ জুন একই আদালত রফিউর রাব্বিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G