জার্মানরা বলবে আমি ইহুদী!

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৫ সময়ঃ ১১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ainstineফ্রেঞ্চদের ইংরেজদের সঙ্গে যেমন রেষারেষি, সেই একই রকমের রেষারেষি জার্মানদের সঙ্গেও ফ্রেঞ্চদের।

জার্মানীতে সে সময়ে ছিলো হিটলারের রাজত্ব। নাত্সীদের ইহুদী-বিদ্বেষের জন্য আইনস্টাইন তখন পালিয়ে এসেছেন আমেরিকাতে।

ইতিমধ্যে তিনি আপেক্ষিকবাদ তত্ত্ব নিয়ে সারা বিশ্বে তুমুল আলোড়ন ফেলে দিয়েছেন। এ ব্যাপারে জার্মান আর ফ্রান্সের কি মত, সে নিয়ে আইন্সটাইনকে প্রশ্ন করা হলে, তিনি উত্তর দেন, “আমার আপেক্ষিকবাদ যদি নির্ভুল প্রমাণিত হয়, তাহলে জার্মানরা দাবী করবে যে, আমি জার্মান, আর ফ্রেঞ্চরা বলবে আমি একজন বিশ্বনাগরিক। কিন্তু ওটা যদি ভুল প্রমাণিত হয়, তাহলে ফ্রেঞ্চরা বলবে, আমি জার্মান; আর জার্মানরা বলবে আমি ইহুদী”।

এছাড়া আইনস্টাইনের ভুলোমন নিয়ে একটি মজার গল্প প্রচলিত আছে। সেটি অনেকটা এমন।

আইনস্টাইন তখন আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পড়াতেন। এক রাতে সেই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বাড়িতে একটা ফোন আসে। কিন্তু প্রেসিডেন্ট বাড়িতে না থাকায় তাঁর মেয়ে ফোন রিসিভ করেন। অপর প্রান্ত থেকে ফিসফিস করে প্রথমে জানতে চাওয়া হয়, প্রেসিডেন্ট বাড়িতে আছেন কি না। নেই শুনে মনে হলো লোকটি হাঁফ ছেড়ে বাঁচলেন।

এরপরে আইনস্টাইনের বাসার ঠিকানা জানতে চাইলেন। মেয়েটি তখন বলেন, অধ্যাপকের ঠিকানা বাইরের কাউকে দেওয়া নিষেধ আছে। লোকটি এই কথা শুনে বললেন, “আমি জানি! আমি জানি! আসলে আমিই আইনস্টাইন, বাইরে এসেছি, এখন বাড়ির ঠিকানা মনে করতে পারছি না!”
প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G