জার্মানিতে ৬০০০ শরণার্থী শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ও মধ্য এশিয়া থেকে জার্মানিতে আগত ছয় হাজার শিশু-কিশোর নিখোঁজ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, পিতৃ-মাতৃহীন কিংবা অভিভাবকহীন এই শিশু-কিশোরেরা অপরাধী কিংবা মানব পাচারকারীদের হাতে পড়েছে।
সম্প্রতি এমনি তথ্য জানেিয়ছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোহান্স ডিমরোথ জানান,
‘ ৫ হাজার ৮৩৫ শরণার্থী শিশু-কিশোর পশ্চিম ইউরোপীয় দেশটি থেকে গুম হয়েছে। নিখোঁজ বা হদিস মিলছে না এমন শিশুর মধ্যে ৫৫৫ জনের বয়স ১৪ বছরের নিচে। তাদের মধ্যে আফগানিস্তান, সিরিয়া, ইরিত্রিয়া, মরক্কো ও আলজেরিয়ার শিশুর সংখ্যাই বেশি। এসব শিশু-কিশোরের ভাগ্যে কি ঘটেছে বা তারা কোথায় আছে, সে বিষয়ে জার্মানির কর্মকর্তারা কিছুই জানেন না।
এ বিষয়ে ইউনিসেফ জানিয়েছে, ইউরোপে শরণার্থীর ঢল শুরু হওয়া থেকে এ পর্যন্ত এমন শিশু-কিশোরদের নিখোঁজের সংখ্যা দশ হাজারেরও বেশি।
প্রতিক্ষণ/এডি/এস আর এস