জাসদের এমপি লাঞ্ছিত
বগুড়ায় নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা জাসদের সভাপতি ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন।
শনিবার দুপুরে শহরের সাতমাথা এলাকায় দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। দীর্ঘ নয় মাস পর সভাপতির দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়া এবং দলীয় কোন্দলের কারণে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাকে লাঞ্ছিত করেন। পরে সভা না করেই পুলিশ প্রহরায় দলীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ে জেলা জাসদের সাধারণ সভা আহ্বান করা হয়। সভা শুরুর আগ মুহূর্তে বেলা ১টার দিকে সভাপতি রেজাউল করিম তানসেন কার্যালয়ে উপস্থিত হন।
এ সময় নেতাকর্মীরা সভাপতির কাছে জানতে চান তিনি জাসদের কোন গ্রুপে আছেন। সভাপতি এর কোনো জবাব না দিয়ে সাধারণ সভা স্থগিত ঘোষণা করেন।
এ সময় ক্ষুব্ধ হয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক সংসদ সদস্য তানসেনের দিকে তেড়ে যান। তানসেনও তার দিকে তেড়ে যান। এতে এমদাদের পক্ষের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তানসেনের ওপর চড়া হয়ে তাকে লাঞ্ছিত করেন।
শেষে কয়েকজন নেতাকর্মী ও পুলিশের সহযোগিতায় সভাপতি দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থান ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।