জিএসপি ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্সের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। এ সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ডিরেক্টর/অডিটর রিপোর্ট, বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন, কোম্পানির পরিচালক/স্বতন্ত্র পরিচালক ও নিরীক্ষক নিয়োগের বিষয়ে অনুমোদন দেয়া হয়।
এ সময় বিনিয়োগকারীরা ঘন ঘন এমডি বদলের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে কোম্পানির ব্যবসায়িক স্বার্থ যথাযথভাবে সংরক্ষণে একজন স্থায়ী এমডি নিয়োগের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে জিএসপি ফাইন্যান্সে পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নতি করার কথা ছিল। তবে পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য গত বছর জিএসপি ফাইন্যান্সের রাইট ইস্যুর আবেদন করে।
কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থতার কারণে রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদন করেনি। এর প্রেক্ষিতে কোম্পানিটি নিয়ন্ত্রক
সংস্থা বাংলাদেশ ব্যাংকের বাধ্যবাধকতা পূরণে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত নেয়। সর্বশেষ কোম্পানির ২০তম এজিএমে বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ডিভিডেন্ড অনুমোদিত হয়েছে। এর ফলে কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৫০ লাখ টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করা সম্ভব হবে।
জিএসপি ফাইন্যান্সের এজিএমে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের পরিশোধিত মূলধনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সাথে কোম্পানির চেয়ারম্যান ফিরোজ ইউ হায়দার এজিএম উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রতিক্ষণ/এডি/রাহা