জিকা আতঙ্কে টাটার গাড়ির নাম পরিবর্তন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ১২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

553সম্প্রতি বিশ্বজুড়ে অাতঙ্ক তৈরি করেছে ‘জিকা ভাইরাস’। আর এ ভাইরাস আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হচ্ছে নানা প্রতিরোধ মূলক ব্যবস্থা। জিকা ভাইরাসের এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটাতে। তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ভয়ঙ্কর এ ভাইরাসটি।

কারণ তাদের নতুন গাড়ির নাম দেয়া হয়েছিলো ‘জিকা’। এবার এ নতুন গাড়িটির নাম পরিবর্তনের চিন্তাভাবনা শুরু করেছে ভারতের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টাটা মটরস। টাটা কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, সম্প্রতি টাটা মোটরস ‘জিকা কার’ নামে ছোট গাড়ি বাজারে ছাড়ার জন্য আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে দিয়ে ব্যাপক প্রচার চালিয়েছে। কিন্তু জিকা গাড়ি এমন এক সময় বাজারে আসছে যখন বিশ্বজুড়ে চেপে বসেছে জিকা ভাইরাস আতঙ্ক। বিক্রিতে যাতে প্রভাব না পড়ে সেজন্য নতুন গাড়ির নাম বদলানোর কথা ভাবছে টাটা কর্তৃপক্ষ।

মুম্বাইয়ে টাটা মটরসের কর্পোরেট কমিউনিকেশনসের প্রধান মিনারি শাহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা পুরো পরিস্থিতি পর্যালোচনা করছি। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রতিক্ষণ/এডি/আস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G