জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫১ শতাংশ

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

GDPদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৫১ শতাংশে। চলতি ২০১৪-১৫ অর্থ বছরের সর্বশেষ হিসেব অনুযায়ী প্রাথমিক ফলাফলে এটি উঠে এসেছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল এ্যাকাউন্টস স্টাটিসটিকস সোর্স এন্ড মেথহুডস শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়।

পরিসংখ্যানে দেখা যায়, ২০০৫-০৬ ভিত্তি বছর অনুযায়ী সংস্থাটির হিসাবে ২০১৩-১৪ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ, ২০১২-১৩ অর্থ বছরে ৫ দশমিক শূণ্য ১ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ৫২ শতাংশ, ২০১০-১১ অর্থ বছরে ৬ দশমিক ৪০ শতাংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম ও পরিসংখ্যান ব্যুরোর সচিব কানিজ ফাতেমা।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G