গত কিছু দিন ধরে পাকিস্তানে বারবার জঙ্গি হামলা হওয়ায়, প্রস্তাবিত পাকিস্তান সফর বর্জন করল জিম্বাবুয়ে ক্রিকেট দল।
যদিও দীর্ঘ দিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের আশ্বাস পেয়েছিল পাকিস্তান।
উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
দেশটিতে সংগঠিত সেই সন্ত্রাসী হামলার পর আতঙ্কে কোনো জাতীয় দল পাকিস্তানে খেলার আগ্রহ দেখায়নি।
গত মাসে পিসিবির প্রস্তাবে রাজি হয় জিম্বাবুয়ে। এরপর সব কিছুই ঠিক ছিল।
কিন্তু এ মাসের শুরুর দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান পাকিস্তানে নিযুক্ত নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত। এ ছাড়া কয়েক দিন আগে করাচিতে বাসে ভয়াবহ হামলা করে জঙ্গিরা। আর তাতে টনক নড়েছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের। বৃহস্পতিবার পিসিবিকে সরাসরি ‘না’ বলে দিয়েছে তারা।
জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের পক্ষে লাভমোর বান্ডা জানিয়েছেন, ‘পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের জানানো হয়েছে এই মুহূর্তে পাকিস্তান সফর করা আমাদের দলের জন্য মোটেই নিরাপদ হবে না।’
প্রতিক্ষণ/এডি/জহির