জীবনের প্রমাণ পাওয়া গেল মঙ্গল গ্রহে!
তারিক হাসান:
বহু বছর ধরে নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে এই প্রথম নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে স্থলজ জীবের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন। নাসার কিউরিওসিটি রোভার ড্রয়েড এর তোলা একটি ছবির উপর ভিত্তি করে তারা এই দাবি করেন।
ইউ.এফ.ও বিশেষজ্ঞদের দাবি, এই ছবিটিতে দেখা যায় একটি জীবন্ত এলিয়েন মানুষের মতো রেড প্ল্যানেট পয়েন্টিং পৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছে। ইউফোসাইটিংসডেইলি ডট কম এই ওয়েবসাইটে একটি ব্লগ পোস্ট করে সম্পাদক স্কট সি ওয়ারিং বলেন, একটা পাহাড়ের উপর দাড়িয়ে জীবন্ত এলিয়েনটি নাসার কিউরিওসিটি রোভার ড্রয়েড এর দিকে তাকিয়ে আছে। ছবিটিতে এলিয়েনটির মাথা, বুক ও হাত দেখা যায় এবং তার পায়ের আকৃতি ত্রিভুজের মতো।
প্রতিক্ষণ/ এডি/শাআ