জীবন্ত পুড়িয়ে মারা হল গৃহবধূকে

প্রকাশঃ মার্চ ২, ২০১৭ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশে এক গৃহবধূকে জীবন্ত চিতার আগুনে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

২১ বছর বয়সী ঐ গৃহবধূ অসুস্থ হয়ে উত্তর প্রদেশের নয়ডার শারদা হাসপাতালে ভর্তি হন। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলে স্বামী তাকে শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যায়। সেখানে তাকে দাহ করা হয়।

কিন্তু পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদনে অন্য দুইজন ডাক্তার বলছেন, ঐ গৃহবধূ জীবন্ত আগুনে নিক্ষিপ্ত হবার আকস্মিকতায় মৃত্যুবরণ করেছেন! 

এদিকে আলীগড় পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট রাজেশ পাণ্ডে বলেন, ‘ কোনো অসুস্থতা নয় মহিলাটির মৃত্যুর কারণ হল জীবন্ত পুড়িয়ে ফেলা’।

উল্লেখ্য,  রবিবার রাত ১১.৪৫ মিনিটে শারদা হাসপাতালের ডাক্তাররা ফুসফুসের প্রদাহের কারণে গৃহবধূটির মৃত্যু হয়েছে বলে নথিপত্রে স্বাক্ষর করেন। এর আট ঘণ্টা পর সোমবার সকালে তাকে দাহ করা হয়।

এদিকে হাসপাতালের কাগজপত্র ঘেঁটে দেখা যায় রবিবার দিবাগত রাত ১.২৭ মিনিটে মহিলাটির দেহ তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়।তখন স্বামী এবং পরিজনরা গাড়িতে করে দেহটি আলীগড় জেলার একটি শ্মশানে নিয়ে আসেন।

প্রতিক্ষণ/এডি/নাহসু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G