জুনের মধ্যে চামড়া শিল্প সাভারে স্থানান্তর

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

rajjak savarহাজারীবাগের সকল চামড়া শিল্প আগামী জুনের মধ্যে সাভারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

সোমবার দুপুরে হেমায়েতপুরের হরিনধারায় অবস্থিত চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘চলতি বছরের মার্চ মাসের মধ্য স্থানান্তরের কথা থাকলেও কাজের ধীরগতি হওয়ায় তা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ট্যানারি শিল্পকে পরিবেশবান্ধব স্থানে স্থানান্তর করতে আন্তর্জাতিক পর্যায়ের চাপ থাকার কারণে দ্রুত এই শিল্পকে সাভারের স্থানান্তরের প্রক্রিয়া চলছে। অন্যথায় বাংলাদেশ থেকে চামড়া আমদানি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে বিদেশী বায়াররা।’

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘হাজারীবাগ থেকে ট্যানারিসমূহ স্থানান্তরে ১১০০ কোটি টাকা ক্ষতি হলেও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মাত্র ২৫০ কোটি টাকা, যা পর্যাপ্ত নয়। সেদিকে লক্ষ্য রেখে কীভাবে স্বল্প সুদে ট্যানারি মালিকদের ঋণ দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

ট্যানারি পরিদর্শনকালে ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক, ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম মোল্লাসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন ট্যানারি মালিকগণ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ /এডি /কবির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G