জুলহাজ হত্যায় গ্রেপ্তার শিহাব রিমান্ডে
প্রতিক্ষণ ডেস্কঃ
সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে শরিফুল ইসলাম শিহাব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরের দিকে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, আটক যুবক জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে হত্যাকান্ডটি ঘটানোর কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
গোয়েন্দা পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, আটককৃত এই তরুণ শরিফুল ইসলাম শিহাব আগে হরকাতুল জিহাদ নামে একটি সংগঠন করতেন, তবে পরে তিনি আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। মি. ইসলাম আরো বলেন, শিহাবের বাড়ি কুষ্টিয়ায় এবং সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করা ছিল তার প্রধান কাজ।
গত ২৫শে এপ্রিল ঢাকার কলাবাগানে সমকামী অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান এবং তাঁর বন্ধু মাহবুব রাব্বি তনয় হত্যাকান্ডের পর একটি ব্যাগ উদ্ধার করা হয় যাতে কিছু অস্ত্র পাওয়া যায়। পুলিশ বলছে, শিহাব স্বীকার করেছে যে এর মধ্যে একটি পিস্তল তারই।
পুলিশ এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আজ আদালতে শিহাবকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহতদের পরিবার বলেছে, সঠিক অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার করা হবে, সেটাই তারা চান। এক টুইটার বার্তায় ঐ হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার সহযোগী সংগঠন আনসার-আল-ইসলাম। উল্লেখ্য, জুলহাজ মান্নান ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী এবং মার্কিন সাহায্য সংস্থা ‘ইউএসএআইডি’তে কাজ করতেন।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া