জেরুজালেমে ২০০ বসতি ভাঙলো ইসরাঈল
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ইসরাঈল অধীকৃত পূর্ব জেরুজালেমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে স্থাপনকৃত বেদুইনদের আশ্রয়স্থলগুলো বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল।
এ ঘটনায় ইইউ তীব্র নিন্দা জ্ঞাপন করেছে।
ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে ইইউ-অর্থায়নে প্রায় ২০০ অস্থায়ী বাসভবন তৈরি করা হয়েছিল যাযাবর বেদুইন সম্প্রদায়ের বসবাসের জন্যে।
ইসরায়েল বসতি স্থাপনের জোয়ারে বুলডোজার দিয়ে সেগুলোও মঙ্গলবার গুঁড়িয়ে দিয়েছে। এ অবস্থায় আশ্রয়হীন বেদুইন পরিবারগুলো যুদ্ধবিধ্বস্ত নগরে অধিক মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে।
মূলত ইসাবিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে সাধারণ বসতি ছাড়াও অনেক ধাতব স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। জানা যায় ১৯৬৭ সালে এ অঞ্চলসহ সংলগ্ন অঞ্চলগুলো করায়ত্ব করে ইসরায়েল।
ইসরায়েলী প্রশাসনের অনুমতি সাপেক্ষে ইসরায়েল নেচার এন্ড পার্ক অথরিটি এ ধ্বংসকাণ্ড চালায় বলে জানা যায়। সুত্র: আলজাজিরা।
প্রতিক্ষণ /এডি/জেসমিন